বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন আমদানি হলেও বাজারে পেঁয়াজের দাম বাড়তি

0

নাভারণ (যশোর) সংবাদাতা ॥ বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলেও বাজার ঊর্ধ্বমুখী। ভারত থেকে প্রতিদিন পেঁয়াজ আমদানি হলেও মূল্য দিন দিন বাড়ছে। কাস্টমস সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর থেকে গতকাল রবিবার পর্যন্ত ভারত থেকে মোট ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভারত থেকে প্রতিদিন গড়ে ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। পেঁয়াজের আমদানিকারকরা হলো, সোনালী ট্রেড লিমিটেড, হামিদ এন্টারপ্রাইজ, মেসার্স আল্লাহর দান ফ্রুটস লিমিটেড। প্রতি টন পেঁয়াজ আমদানি করতে খরচ হচ্ছে ৩০০ ডলার। আমদানি কারকরা ভারতের নাসিক শহর থেকে পেঁয়াজ আমদানি করে থাকেন। গত ১৩ দিনে ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে। আড়তে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ টাকা এবং খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৬-৪৭ টাকা। উপজেলা প্রশাসন বাজার তদারকি করলেও থামছে না মূল্যবৃদ্ধি।