সরকারি স্কুলে ভর্তি লটারির ফল জানা যাবে যেভাবে

0

লোকসমাজ ডেস্ক॥ সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। লটারির মাধ্যমে এবার সারাদেশের ৪০৫টি সরকারি মাধ্যমিক স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।
ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ভর্তির লটারির ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
কেন্দ্রীয়ভাবে টেলিটকের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে স্কুলে ভর্তির এই লটারি করা হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছরের জন্য সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ৭৫ হাজার ৯৬৯ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
সারা দেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ৯১টি শূন্য আসনের বিপরীতে পাঁচ লাখ ৩৮ হাজার ৬৬ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়েছে।
ফল জানা যাবে যেভাবে
প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে তাদের ইউজার আইডি দিয়ে ফল জানতে পারবেন। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে। সেক্ষেত্রে GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।