২১ বছর পর ঝিকরগাছা পৌর নির্বাচনে ৯১ জনের মনোনয়নপত্র জমা মেয়র পদে ৮জন, সংরক্ষিত ১৮ ও সদস্য পদে ৬৬ জনের মনোনয়নপত্র জমা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ দীর্ঘ ২১ বছর পর যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া বুধবার শেষ হয়েছে। শেষদিন পর্যন্ত মেয়র পদে ৮জন, ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন ও ৯ ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৬৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বর্তমান মেয়র উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দলীয় মনোনয়ন প্রাপ্ত (নৌকা প্রতীক) মোস্তফা আনোয়ার পাশা জামাল। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এ.কে.এম আমানুল কাদির টুল্লু, উপজেলা যুবলীগের আহবায়ক ছেলিমুল হক সালাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইমরান হাসান নিপুন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল সাঈদ ও ইমতিয়াজ আহমেদ শিপন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, ৮জন মেয়র প্রার্থীসহ সংরক্ষিত-(১) ১,২ ও ৩ নং ওয়ার্ডে ৪ জন, সংরক্ষিত (২) ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ৬ জন এবং সংরক্ষিত (৩) ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ৮ জনসহ সর্বমোট ১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারন কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ১১জন, ২ নং ওয়ার্ডে ৯জন, ৩নং ওয়ার্ডে ১২জন, ৪নং ওয়ার্ডে ৫জন, ৫নং ওয়ার্ডে ৫জন, ৬নং ওয়ার্ডে ৬জন, ৭নং ওয়ার্ডে ৪জন, ৮নং ওয়ার্ডে ৪ জন ও ৯নং ওয়ার্ডে ১০জন মনোনয়ন জমা দিয়েছেন। গত ৩০ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর যাচাই-বাছাই, আগামী ২৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এছাড়া আগামী ১৬ জানুয়ারী পৌরসভার সবকটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হবে হবে। উল্লেখ্য, ২০০১ সালের ২ এপ্রিল ঝিকরগাছা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা সংক্রান্ত জটিলতায় আর কোন নির্বাচন না হওয়ায় তখনকার নির্বাচিত মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল দায়িত্ব পালন করে আসছেন।