চ্যাম্পিয়নস লিগ: শেষ ষোলোতে মুখোমুখি রিয়াল-পিএসজি

0

লোকসমাজ ডেস্ক॥ এল ক্লাসিকোতে তো কতবারই দেখা হয়েছে। আবারও রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামার মঞ্চ তৈরি হয়ে গেলো লিওনেল মেসির। তবে এবার আর বার্সেলোনার জার্সিতে নয়। প্যারিস সেন্ত জার্মেইয়ের মেসি খেলবেন মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র ভাগ্য রিয়ালের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে পিএসজিকে। আজ (সোমবার) সুইজারল্যান্ডের নিয়নে হয়ে গেলো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। সেখানেই তৈরি হয়ে গেছে হাইভোল্টেজ ম্যাচের সূচি। ১৩বারের চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে নামবে প্রথম ইউরোপিয়ান ট্রফির খোঁজে থাকা পিএসজি। ক্রিস্তিয়ানো রোনালদোও ফিরছেন মাদ্রিদে। তার দল ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আতলেতিকো মাদ্রিদকে। যদিও বাংলাদেশ সময় বিকাল ৫টায় হওয়া ড্রর লাইনআপ ছিল ভিন্ন। মেসি-রোনালদোর আরেকটি দ্বৈরথ দেখার অধীর অপেক্ষায় ফুটবল বিশ্ব। ড্র ভাগ্যে সময়ের সেরা দুই ফুটবলারের দ্বৈরথের মঞ্চ কিন্তু তৈরি হয়ে গিয়েছিল যখন তাদের দল পিএসজি ও ইউনাইটেড মুখোমুখি দাঁড়িয়ে যায়। কিন্তু ঘণ্টাখানেক পর উয়েফা জানিয়ে দেয়, তাদের টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে। তাই আগের ড্র বাতিল করে নতুনভাবে করা হবে। আগের ড্রতে রিয়াল পেয়েছিল তুলনামূলক সহজ প্রতিপক্ষ বেনফিকাকে। তবে নতুন ড্রতে মাদ্রিদের অভিজাতদের লড়তে হবে মেসির পিএসজির বিপক্ষে। অন্যদিকে রোনালদোর ইউনাইটেডের প্রতিপক্ষ আতলেতিকো। বাংলাদেশ সময় রাত ৮টায় নতুন করে শেষ ষোলোর ড্র হয়েছে। সেখানে আরেকটি হাইভোল্টেজ ম্যাচের সূচিও তৈরি হয়ে গেছে। দুই জায়ান্ট লিভারপুল ও ইন্টার মিলান লড়বে কোয়ার্টার ফাইনালে ওঠার। ফর্মের তুঙ্গে থাকা বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ অস্ট্রিয়ান ক্লাব সলসবুর্গ। ম্যানচেস্টার সিটি খেলবে স্পোর্তিং লিসবনের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে পেরোতে হবে লিলের বাধা। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। আর মুখোমুখি হবে বেনফিকা-আয়াক্স।
শেষ ষোলোর লাইনআপ:
প্যারিস সেন্ত জার্মেই-রিয়াল মাদ্রিদ
ইন্টার মিলান-লিভারপুল
আতলেতিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড
সলসবুর্গ-বায়ার্ন মিউনিখ
স্পোর্তিং লিসবন-ম্যানচেস্টার সিটি
বেনফিকা-আয়াক্স
চেলসি-লিল
ভিয়ারিয়াল-জুভেন্টাস