চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ড্র বাতিল ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥ সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দপ্তরে বাংলাদেশ সময় বিকাল ৫টায় হয় চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ড্র। ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসির ম্যাচ চূড়ান্ত হওয়ায় যে রোমাঞ্চ ছড়ায় তা নিমিষেই উধাও। ঘণ্টাখানেক পর টেকনিক্যাল সমস্যার কারণ দেখিয়ে তা বাতিল ঘোষণা করা হলো। অবশ্য সোমবার রাত ৮টায় আবারো নতুন করে ড্র করা হবে। উয়েফা এক বিবৃতিতে জানায়, ‘বাইরের সেবা প্রদানকারীর সফটওয়্যার যেটি অফিসিয়ালদের নির্দেশনা দেয় কোন দল কার সঙ্গে খেলবে, সেটির সঙ্গে একটি টেকনিক্যাল সমস্যা হয়েছে। তাতে করে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ড্রতে বস্তুগত ত্রুটি ধরা পড়েছে।’
বাতিল হওয়া ড্রয়ের পূর্ণাঙ্গ লাইনআপ:
বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
ভিয়ারিয়াল বনাম ম্যানচেস্টার সিটি
বায়ার্ন মিউনিখ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
সলজবুর্গ বনাম লিভারপুল
ইন্টার মিলান বনাম আয়াক্স
পিএসজি বনাম ম্যানইউ
চেলসি বনাম লিঁল
জুভেন্টাস বনাম স্পোর্টিং সিপি