দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে নেই রোহিত

0

লোকসমাজ ডেস্ক॥ ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের অ্যাওয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের সহঅধিনায়ক রোহিত শর্মা। সদ্য শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়া প্রিয়ঙ্ক পাঞ্চাল এই ওপেনারের স্থলাভিষিক্ত হচ্ছেন। তবে বিরাট কোহলির ডেপুটি কে হচ্ছেন তা জানানো হয়নি। বিসিসিআই শিগগিরই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ নিশ্চিত করেছে, চাপ কাটাতে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে না থাকা রোহিত ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া পরের সিরিজেও থাকছেন না রোহিত। ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে ভারতীয় দল। গত এক সপ্তাহ ধরে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অনুশীলন করছিলেন রোহিত। কিন্তু একটি সেশনে পান চোট। এখনো পরিষ্কার নয় যে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি থাকবেন কি না। সদ্যই এই ফরম্যাটের অধিনায়ক হয়েছেন তিনি। যতটুকু জানা গেছে, ইনজুরি বেশ গুরুতর। রোববার অধিনায়কত্ব নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় অনুশীলন সেশনে পাওয়া ব্যথার কারণে সাপোর্ট স্টাফদের কাছে অস্বস্তি প্রকাশ করেন। সোমবার ফিজিও তার স্বাস্থ্য পরীক্ষার পর জানতে পেরেছে চোটের অবস্থা। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের সঙ্গে মুম্বাই হোটেলে কোয়ারেন্টাইনের জন্য চেক ইন করেননি রোহিত। সূত্রগুলো বলছে যারা তাদের পরিবার নিয়ে সফরে যাবেন এবং মুম্বাইয়ে আছেন, তাদের জন্য বায়ো-বাবল শিথিল করা হয়েছে। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এজন্য কোহলিও হোটেলে চেক ইন করেননি।