নির্বাচন কমিশন নিয়ে আইন প্রণয়নে আপাতত হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

0

লোকসমাজ ডেস্ক॥ সরকার আন্তরিকতা পোষণ করায় পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠনে আপাতত হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। পরে আদালত এ মামলার শুনানি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মুলতবির আদেশ দেন। এ সংক্রান্ত মামলার শুনানিতে রবিবার (১২ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। মামলার শুনানির সময় আদালত বলেছেন, সরকার এ বিষয়ে আন্তরিক। এ কারণে এ বিষয়ে আপাতত কোনও হস্তক্ষেপ করবো না। দেখা যাক, সরকার কী করে। এর আগে ইসি গঠনের জন্য আইন প্রণয়ন এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চেয়ে এ রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোবিন্দ বিশ্বাস।