শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ে নির্বাচনী সভা

0

লোকসমাজ ডেস্ক॥ সুনামগঞ্জের দিরাইয়ে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচার সভা করেছেন এক মেম্বার প্রার্থী। ওই সভায় প্রার্থীর সাথে বিদ্যালয়ের দুই শিক্ষকও উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের হাতে নিজের ছবি ও প্রতীক সংবলিত লিফলেট দিয়ে ফটোসেশন করেন ওই মেম্বার প্রার্থী। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের দৌলতপুর আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনার কিছু ছবি মানবজমিনের হাতে আসার পর খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার বার্ষিক পরীক্ষার রেজাল্ট জানতে স্কুলে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মো. হারুন অর রশীদ হারুন বিদ্যালয়ে গিয়ে ইংরেজি শিক্ষক ফরিদ আহমদ ও ধর্ম শিক্ষক মোছাদ্দার হোসেনের সহযোগিতায় শিক্ষার্থীদের একটি শ্রেণিকক্ষে জড়ো করে নির্বাচনী প্রচার সভা করেন। ওই সভায় শিক্ষক ফরিদ আহমদ ও মোছাদ্দার হোসেন উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে হাতে হাতে লিফলেট দিয়ে শিক্ষার্থীদের হাত উঁচিয়ে ছবি ধারণ করা হয়।


শিক্ষক ফরিদ আহমদ বলেন, বৃহস্পতিবার আমরা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজাল্ট ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় মেম্বার প্রার্থী হারুন মিয়া শিক্ষার্থীদের নিকট দোয়া চাইতে আসেন। প্রধান শিক্ষক সেদিন বিদ্যালয়ে ছিলেন না। আপনি সভায় বক্তব্য রেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী আমাকে তার পরিচিতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরার অনুরোধ করলে আমি শুধু তার পরিচয় তুলে ধরেছি। প্রার্থী মো. হারুন অর রশীদ হারুন বলেন, ওইদিন ক্লাস ছিল না। আমার বাড়ির পাশেই স্কুল। স্কুলের জন্য আমরাই খাটাখাটুনি করি। আমি দোয়া চাইতে গিয়েছিলাম। তিনি বলেন, আমি না বুঝেই করেছি। এটা করা ঠিক হয়নি। স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. ওমর ফারুক বলেন, এটা কোনোভাবেই কাম্য না। বিষয়টি জানার পর আমি স্কুল কমিটির সভাপতিকে জানিয়েছি। প্রধান শিক্ষক সজ্জাদ আলী বলেন, ওইদিন আমি স্কুলে ছিলাম না। ঘটনা জানার পর তাদের কঠোরভাবে মৌখিক সর্তক করেছি। যাতে ভবিষ্যতে স্কুলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এটা অন্যায়। কোনভাবেই গ্রহণযোগ্য নয়। খোঁজ নিয়ে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।