অধিনায়কত্ব গেলেও কোহলিকেই ‘দলের নেতা’ মানেন রোহিত

0

লোকসমাজ ডেস্ক॥ টি-টোয়েন্টির পর ভারতের ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন বিরাট কোহলি। তার জায়গায় সীমিত ওভারের ক্রিকেটের দুই ফরম্যাটেই এ দায়িত্ব দেওয়া হয়েছে ডানহাতি ওপেনার রোহিত শর্মাকে। পাশাপাশি টেস্ট ফরম্যাটেও রোহিত করা হয়েছে সহ-অধিনায়ক। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজ থেকেই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি। কিন্তু ওয়ানডে থেকে জোর করেই তাকে সরিয়ে দেওয়ার কথা জানাচ্ছে ভারতের সংবাদমাধ্যমগুলো। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না কোহলির। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন রোহিতই ভারতের ওয়ানডে অধিনায়ক। তবে দায়িত্ব পেয়েও কোহলিকেই দলের নেতা হিসেবে অভিহিত করেছেন রোহিত। তার মতে, কোহলির মানের একজন ব্যাটার সবসময়ই দলে প্রয়োজন। পাশাপাশি সাবেক অধিনায়কের নেতৃত্বগুণও কাজে লাগানোর আশা রোহিতের।
ভারতের সাংবাদিক বোরিয়া মজুমদারের সঙ্গে এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘কোহলির কোয়ালিটির একজন ব্যাটার সবসময়ই স্কোয়াডে থাকা প্রয়োজন। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০+ গড় থাকা অবিশ্বাস্য ব্যাপার। অনেকবার কঠিন পরিস্থিতি থেকে ব্যাট হাতে ভারতকে উদ্ধার করেছেন কোহলি।’ তিনি আরও যোগ করেন, ‘কোহলির মতো কোয়ালিটি এবং ব্যাটসম্যানশিপ অবশ্যই জরুরি। পাশাপাশি সে এখনও দলের নেতা। সবকিছু মিলিয়ে দেখুন, আপনি মোটেও তাকে হারাতে চাইবেন না। আপনি এসব জিনিস উপেক্ষা করতে পারেন না। দলে তার উপস্থিতি সবসময়ই গুরুত্বপূর্ণ।’