যশোরে দুদিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে : শনাক্ত ১৪ জন

0

বিএম আসাদ ॥ যশোরে গত দুু’দিনে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১শ ৪৮টি নমুনা পরীক্ষা করার পর তাদের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। এ নিয়ে জেলায় মোট ২১ হাজার ৭শ ৯৬ জন করোনায় আক্রান্ত হলেন। ৫শ ১১ জন এ সময় মৃত্যুবরণ করেছেন। দু’মাস কম থাকার পর বেড়েছে আক্রান্তের সংখ্যা। যশোর সিভিল সার্জন অফিসের মিডিয়াবিষয়ক ফোকাল পার্সন ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি। তবে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে এ নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া র‌্যাপিড অ্যান্টিজেনে ৯টি নমুনা পরীক্ষায় কেউ করোনায় আক্রান্ত হননি। ফলে, ৪২টি নমুনা পরীক্ষা করে মোট ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ ঘন্টায়। এর আগের দিন রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল ১শ ১৫টি। এর ভেতরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ৯১টি নমুনা পরীক্ষা করে ৩ জন ও র‌্যাপিড অ্যান্টিজেনে ২১টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। জিন-এক্সপার্টে ৩টি নমুনা পরীক্ষা করা হলেও তাতে করোনা ভাইরাসের সন্ধান মেলেনি। সবমিলে ২০২০ সালের মার্চ থেকে চলতি ২৯ নভেম্বর পর্যন্ত ২০ মাসে যশোর জেলার মোট ৮৪ হাজার ৫শ ২৪টি নমুনা পরীক্ষা করে ২১ হাজার ৭শ ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ভেতর মৃত্যুবরণ করেন ৫শ ১১ জন। ব্যক্তি ছাড়া সকলেই সুস্থতা লাভ করেছেন করোনা থেকে। গত দু’মাস যশোরে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল একেবারেই কম। অধিকাংশ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল শূণ্য। গত ২৮ নভেম্বর থেকে আবার আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী।
এ ব্যাপারে ডা. রেহেনেওয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আক্রান্তের সংখ্যা একেবারেই কম ছিল। ২৮ নভেম্বর ও ২৯ নভেম্বর দু’দিনে ১৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোরে পুনরায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কী না এমন প্রশ্নের উত্তরে ডা. রেহেনেওয়াজ বলেন, এক-দু’দিনের আক্রান্তের সংখ্যা দেখে কিছু বলা যাবে না। অন্তত এক সপ্তাহের হিসাব মিলিয়ে মন্তব্য করা যাবে। এ জন্য আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে। তিনি আরো বলেন, করোনা কমে গেছে এটা মনে করে অধিকাংশ লোক মাস্ক ব্যবহার করছে না। সামাজিক দূরত্ব ও বজায় রাখছে না। এ থেকে বাঁচতে ডা. রেহেনেওয়াজ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে পরামর্শ দিয়েছেন।