খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৩৭৫ ভোটারের মধ্যে ১২৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রবিবার সকাল সাড়ে আট থেকে শুরু হওয়া নির্বাচন বিরতিহীনভাবে বিকেল চার টা পর্যন্ত চলে। এরপর কিছু সময়ের বিরতি দিয়ে শুরু হয় ভোট গণনা। এবারের নির্বাচনে ১৪টি পদে দুটি প্যানেল থেকে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে অ্যাড. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. এস এম তারিক মাহমুদ তারা। অপরদিকে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে অ্যাড. সেখ নুরুল হাসান রুবা ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোল্লা মশিউর রহমান নান্নু। ভোট গ্রহণের শুরু থেকেই আইনজীবী ভবন ও সামনের সড়কে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি প্যানেলের পক্ষে একাধিক টেন্ট স্থাপন করে সেখান থেকে প্রচার প্রচারণা চালানো হয়। দেয়া হয় ভোটার স্লিপ। শাসক দল সমর্থিত প্যানেলের পক্ষে দফায় দফায় মিছিল ও ¯ে¬াগান দিয়ে এলাকা প্রদক্ষিণ করা হয়। বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা ছিলেন নীরব প্রচারণায়। খুলনার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা দিনের বিভিন্ন সময়ে দল বেধে ভোট কেন্দ্রে আসেন। অনেকেই দীর্ঘ সময় টেন্টে অবস্থান নেন। একই ভাবে খুলনা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দও এসেছেন। তারাও টেন্টে অবস্থান করেন এবং দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চান। নির্বাচন চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ভোট গণনা চলছিল।