তালায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক মতবিনিময় সভা

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির সাথে উপজেলা লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৮ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এবং উপজেলা জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
সিনিয়র সহকারী জেলা জজ সালমা আক্তারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-পিপিএম বার, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক যুগ্ন জেলা জজ মোঃ হাবিবুর রহমান চৌধুরী, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ, জিপি এড. শম্ভূনাথ সিংহ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আ.ক.ম রেজোয়ান উল্লাহ সবুজ, এড. তপন কুমার দাস, এড. খায়রুল বদিউজ্জামান, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু প্রমুখ।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।