যশোরে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৩ ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার সরুইডাঙ্গা গ্রামের আনার আলীর স্ত্রী রাশিদা বেগম মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন-সদর উপজেলার সরুইডাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সিদ্দিক আলী, চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের মৃত এলাহি সরদারের ছেলে হাসান আলী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সিংরাইল গ্রামের রেফাতুল্লাহর মিয়ার ছেলে আব্দুল মালেক।
রাশিদা বেগম মামলায় উল্লেখ করেছেন, আসামি সিদ্দিক ও হাসান তাদের জানান, তারা আত্মীয়দের মাধ্যমে তার ছেলে রুহানকে পুলিশে চাকরি দিতে পারবেন। মাঠে দাঁড়ালেই পুলিশের চাকরি নিশ্চিত হবে এমন প্রতিশ্রুতি দিয়ে আসামি সিদ্দিক, হাসান ও মালেক ১০ লাখ টাকা দাবি করেন। ফলে আসামিদের প্রস্তাবে রাজি হন রাশিদা বেগম এবং ২০১৮ সালের ২০ এপ্রিল প্রথমে তাদেরকে ২ লাখ টাকা দেন। এরপর কয়েক কিস্তিতে তাদেরকে আরো ৪ লাখ ১০ হাজার টাকা দেয়া হয়। কথা ছিলো, একই বছরের ২০ মে রাশিদা বেগমের ছেলের পুলিশে চাকরি হওয়ার পর আসামিদের বাকী টাকা পরিশোধ করতে হবে। কিন্তু আসামিরা রুহানকে পুলিশকে চাকরি দিতে ব্যর্থ হন। এ কারণে তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা ঘোরাতে থাকেন। এক পর্যায়ে ২০২০ সালের ২৫ অক্টোবর এক সালিশি বৈঠকে আসামিরা স্ট্যাম্পে লিখিতভাবে টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করেন। তারপরও আসামিরা টাকা ফেরত দেননি। এ কারণে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রাশিদা বেগম।