যশোরে ফেনসিডিল সংক্রান্ত মামলায় নারীর কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেনসিডিল সংক্রান্ত মামলায় ফাতেমা ওরফে ফতে নামে এক নারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মোস্তফা কামাল এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি বিমল কুমার রায়। সাজাপ্রাপ্ত আসামি ফাতেমা ওরফে ফতে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া প্রাইমারি স্কুলের পেছন এলাকার মৃত আক্তারের স্ত্রী। মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২৬ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানা পুলিশের তৎকালীন এসআই আবুল খায়ের শহরের শংকরপুরস্থ নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ ফাতেমা ওরফে ফতে নামে ওই নারীকে আটক করেন তিনি। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়। এই মামলায় সাক্ষ্য প্রমাণে আসামি ফাতেমা দোষী সাব্যস্ত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।