খুলনায় প্রেস ব্রিফিংয়ে নজরুল ইসলাম মঞ্জু : পুলিশের স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে বিএনপির ৫ হাজার নেতাকর্মী স্বেচ্ছায় কারাবরণ করবে

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ ‘খুলনায় পুলিশ আবারো নতুন করে বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন, হয়রানিমূলক মামলা ও গ্রেফতার শুরু করেছে। পুলিশের স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে খুলনা বিএনপির পাঁচ হাজার নেতাকর্মী স্বেচ্ছায় কারাবরণ করবে।’ গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে খুলনায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের তান্ডব এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সরকার রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। সোমবার খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে ৭১ জন নেতাকর্মীকে আহত করে। উল্টো বিএনপির ৪১ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ বিএনপির সিনিয়র নেতাদের নির্দয়ভাবে পিটিয়েছে। পুলিশের স্বেচ্ছাচারিতার চূড়ান্ত রূপ দেখেছে খুলনাবাসী। এর আগে পুলিশ খুলনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২০০টি মিথ্যা, গায়েবি মামলা দিয়েছে। অবিলম্বে পুলিশের এই কর্মকা- বন্ধ না হলে পাঁচ হাজার নেতাকর্মীকে নিয়ে স্বেচ্ছায় কারাবরণের কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, একটি বিশেষ পরিবারের নির্দেশে পুলিশ এই বেপরোয়া কর্মকা- চালাচ্ছে। তারা আমাদের কাছে রাজনৈতিক শিশু। আমরা পুলিশ নয়, সেই রাজনৈতিক শিশুদের মাঠে চাই। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়। তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার যা করছে তা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। সরকার প্রধানের বক্তব্যে গোটা জাতির কাছে তা স্পষ্ট হয়েছে। বিএনপির মানবিক কর্মসূচিতে পুলিশের নগ্ন হামলা প্রমান করে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। সরকার ক্ষমতা হারানোর ভয়ে নিজের ছায়া দেখলেও ভয় পাচ্ছে। রাষ্ট্রীয় পুলিশের সাথে ধস্তাধস্তি-কটুবাক্য ব্যবহার করা রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাজ নয়, আমাদের প্রতিপক্ষ পুলিশ নয় আওয়ামী লীগ। তিনি অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি করেন। সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, অ্যাড. বজলুর রহমান, অ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, মোল্লা খায়রুল ইসলাম, আব্দুর রাকিব মল্লিক, আবু হোসেন বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, নিজামুর রহমান লালু, ওয়াহিদুজ্জামান রানা, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।