ইংল্যান্ডে কোভিড চিকিৎসার সরঞ্জাম নিয়ে জাতিগত পক্ষপাত, তদন্তের নির্দেশ স্বাস্থ্যসচিবের

0

লোকসমাজ ডেস্ক॥ চিকিৎসা সরঞ্জাম নিয়ে জাতিগত পক্ষপাতের কারণে মহামারি চলাকালীন ইংল্যান্ডে সংখ্যালঘু রোগীদের মৃত্যু হতে পারে। বৃটেনের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে ব্যবহৃত অক্সিমিটার যন্ত্রটি পুনরায় পরীক্ষা করে দেখার নির্দেশ দেয়ার পর বিষয়টি সামনে এসেছে। তার মতে, কালো চামড়ার রোগীদের ক্ষেত্রে অক্সিমিটারের পরিমাপ সঠিক নাও হতে পারে। যার অর্থ- কৃষ্ণাঙ্গ বা এশিয়ান রোগীদের অক্সিজেন মাত্রা যখন ভীষণ নিচে তখন চিকিৎসকরা এই অক্সিমিটার ব্যবহার করে দেখছেন তারা নিরাপদ, আদৌ কোনো সমস্যা নেই। যার জেরে অনেকের ক্ষেত্রে জীবন-মরণ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। জাভিদের এই পর্যালোচনা মেডিকেল ডিভাইসগুলিতে জাতিগত এবং লিঙ্গ পক্ষপাতের বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মন্ত্রী বলেছেন, এটি কখনোই গ্রহণযোগ্য নয় যে- কিছু লোকের পক্ষপাতিত্বের জন্য মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে । সেই সঙ্গে সাজিদ জাভিদ জোর দিয়ে বলেছেন , “সরকারের সামনে ‘নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ এবং কৃষ্ণাঙ্গ, এশিয়ান এবং অন্যান্য সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীগুলি মহামারির সময়ে যাতে বৈষম্যের শিকার না হন তা নজর রাখতে যা যা করা দরকার তিনি তা করবেন’।
দ্য সানডে টাইমস-এ একটি লেখায় তিনি বলেছেন , ‘আমি নিশ্চিত করতে চাই যে, সাম্প্রতিক বছরগুলিতে প্রযুক্তি এবং চিকিত্সার অবিশ্বাস্য অগ্রগতির সুবিধাগুলি সবার মধ্যে যেন সমানভাবে ভাগ করা হয়। একটি মেশিন যেন সব রোগীকেই সমান পরিষেবা দিতে পারে। কিন্তু প্রযুক্তি মানুষের দ্বারাই তৈরী। তাই সেখানে পক্ষপাতের একটা সম্ভাবনা থেকেই যায়। ”দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র দেখিয়েছে যে, জাতিগত-সংখ্যালঘু গোষ্ঠীর লোকদের মধ্যে কোভিড থেকে মৃত্যুর সংখ্যা ইংল্যান্ডের শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর তুলনায় দুই থেকে চার গুণ বেশি। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। কিন্তু এখন মনে করা হচ্ছে যে, চিকিৎসা সরঞ্জামের ওপর এই পক্ষপাতিত্ব আংশিকভাবে দায়ী। অক্সিমিটারগুলি বৃটেনজুড়ে হাসপাতাল এবং জিপি সার্জারিতে নিয়মিত ব্যবহার করা হয়। এগুলি একটি আঙুলের প্রান্তের সাথে সংযুক্ত করা হয় , সেখানকার টিস্যু দ্বারা কতটা আলো শোষিত হয় তা পরিমাপ করে যন্ত্রটি কাজ করে । কিন্তু কালো ত্বক হালকা ত্বকের চেয়ে বেশি আলো শোষণ করে এই কনসেপ্ট পুরো বিষয়টিকেই বদলে দিয়েছে। স্কাই নিউজে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সাজিদ বলেছেন , অনেকেই জানতেন- অক্সিমিটারগুলি কিছু রোগীর জন্য মিথ্যা রিডিং দিতে পারে তবে কেউ এটি সম্পর্কে কিছু করেনি। যদিও তিনি মনে করেন , এটি কারও দ্বারা ইচ্ছাকৃতভাবে করা হয়নি, এটি কেবলমাত্র একটি পদ্ধতিগত সমস্যা। বৃটেনের স্বাস্থ্য সচিব জাভিদ সাজিদ এখন তার আমেরিকান স্বাস্থ্য সচিব জেভিয়ের বেসেরার সাথে কাজ করছেন, কারণ চিকিৎসা সরঞ্জামগুলিতে জাতিগত পক্ষপাত একটি ‘বৈশ্বিক সমস্যা’। মিঃ জাভিদ জোর দিয়ে বলেছেন যে অ-শ্বেতাঙ্গ লোকেরা এনএইচএসকে বিশ্বাস করতে পারে, তবে আরও কী করা যেতে পারে তা দেখা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসচিব বলেছেন , শুধু চিকিৎসা সরঞ্জাম নিয়ে পক্ষপাত নয় , লিঙ্গ পক্ষপাত’-এর দিকেও নজর দেবেন তিনি। এমআরআই স্ক্যানারের মতো জীবন রক্ষাকারী প্রযুক্তিগুলি গর্ভবতী বা স্তন্যপান করানো সব মহিলাদের জন্য যাতে অ্যাক্সেসযোগ্য করা যেতে পারে সেই বিষয়টি তিনি নিশ্চিত করতে চান।
সূত্র : metro.co.uk