লোকসমাজে সংবাদ প্রকাশের পর হুইল চেয়ারে বসলো চৌগাছার প্রতিবন্ধী সুমন

0

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) ॥ দিন-রাত মাটিতে গড়াগড়ি দেয়া শারীরিক প্রতিবন্ধী সুমন অবশেষে একটি হুইল চেয়ারসহ পেয়েছেন খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র। গত ১৯ নভেম্বর লোকসমাজে ’চৌগাছার প্রতিবন্ধী সুমনের একটি হুইল চেয়ারের দরকার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন সুমনের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন। মাননীয় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সহযোগিতা ও নির্দেশনায় সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কাফী বিন কবির ছুটে যান উপজেলার জগন্নাথপুর গ্রামে সুমনের বাড়িতে। সেখানে উপস্থিত হয়ে সরকারী বরাদ্দকৃত হুইল চেয়ারটি তাকে প্রদান করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় সুমনের পিতা ফেরেগুল ও মা শেফালী খাতুন কান্নায় ভেঙ্গে পড়েন। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। উপস্থিত নেতৃবৃন্দ দরিদ্র পরিবারের আবেগে চোখের পানি সংবরণ করতে পারেননি। এ সময় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির ওই পরিবারের খোঁজখবর নেন। উপহার দেবার পাশাপাশি তিনি ব্যক্তিগত ভাবে কিছু অর্থও প্রদান করেন। প্রেসক্লাব সভাপতি আলমগীর মতিন চৌধুরীও কিছু অর্থ প্রদান করেন।
এ সময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশিতিয়াক রেজা, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী সুমনের পিতা ফেরেগুল হোসেন ও মা শেফালী খাতুন প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ ২০ বছর ধরে তাদের ছেলে সুমন (২০) কখনও কোলে পিঠে কখনও মাটিতে গড়িয়ে বেড়ে উঠে। ছোট বেলাতে তাকে কোলে রেখেছি কিন্তু এখন বড় হওয়ায় কোলে রাখা যায়না। হুইল চেয়ার পেয়ে তারা এ সময় নির্বাহী অফিসার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, সাংবাদিক ভাইদের মাধ্যমে সুমনের খবরটি আমরা জানতে পারি। বিষয়টি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপে হুইল চেয়ারের ব্যবস্থা হয়। তাঁর নির্দেশে আমরা সুমনের বাড়ীতে এসে হুইল চেয়ার প্রদান করি।