চৌগাছায় অভিনব কায়দায় ছিনতাই

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় অভিনব কায়দায় এক ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে চৌগাছা-যশোর সড়কে আহমদ নগর বাজারে (কড়াইতলা) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিমেন্ট ব্যবসায়ী কয়ারপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস ছাত্তার জানান, সকাল সাড়ে ১০ টার দিকে চৌগাছা উপজেলার মাজালি গ্রামের দেলোয়ার হোসেনের কাছে তিনি ৬০ ব্যাগ সিমেন্ট বিক্রি করেন। ক্রেতা দেলোয়ার সিমেন্টগুলো ভ্যানে তোলার পর ৩০ হাজার টাকা দেন। টাকা জামার পকেটে রাখার সময় মোটরসাইকেলে এক ব্যক্তি তার সামনে এসে দাঁড়ান। তিনি নিজেকে গরীবপুর স্কুলের প্রধান শিক্ষক পরিচয় দিয়ে ১৬০ ব্যাগ সিমেন্ট নিবেন বলে আব্দুস ছাত্তারকে জানান। শুধু তাই নয় ওই ব্যক্তি দোকানিকে বলেন, ‘ভাই আমার মোবাইল ফোন নম্বরটা রাখেন। আমি চৌগাছায় ব্যাংক থেকে টাকা উঠিয়ে আসছি। যদি দেরি হয় একটু ফোন করে স্মরণ করবেন।’ আব্দুস ছাত্তার সরল মনে নিজের মোবাইল ফোনে নম্বর উঠাতে থাকেন। হঠাৎ ওই ব্যক্তিটি তার জামার পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দ্রুত চৌগাছা বাজারের দিকে চলে যান। বিষয়টি মুহূর্তে ছড়িয়ে পড়লে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। তিনি যে গরিবপুর স্কুলের প্রধান শিক্ষক পরিচয় দিয়েছেন সেটিও মিথ্যা ছিল বলে ব্যবসায়ী আব্দুস ছাত্তার জানান। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।