ফুলতলায় ৫০ পিস ইয়াবাসহ দু মাদক ব্যবসায়ী আটক

0

ফুলতলা (খুলনা) অফিস॥ ফুলতলা থেকে শনিবার রাতে ৫০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, ফুলতলার যুগ্নিপাশা গ্রামের সলেমান সরদারের ছেলে ইসলাম হোসেন (২২) ও উত্তরডিহি গ্রামের কামরুল গাজীর ছেলে রিয়াজুল ইসলাম (১৯)। পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে ফুলতলার উত্তরডিহি প্রাইমারি স্কুলের মোড় থেকে ৩০ পিস ইয়াবাসহ ইসলামকে এবং ২০ পিস ইয়াবাসহ রিয়াজুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই আল আমিন ফুলতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। আটকদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।