করোনা সংকটে অস্ট্রিয়া, সারা দেশে লকডাউন

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে অস্ট্রিয়া সোমবার সারা দেশে জাতীয়ভাবে লকডাউন আরোপ করছে। দেশটির চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ শুক্রবার এমন ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে এই শরৎকালে ইউরোপীয় দেশ হিসেবে লকডাউন দেয়া প্রথম দেশ হতে যাচ্ছে অস্ট্রিয়া। সিএনএন জানিয়েছে, অস্ট্রিয়া সরকার আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে সব নাগরিকদের টিকা নেওয়া বাধ্যতামূলক করার পরিকল্পনাও ঘোষণা করেছে। সোমবার থেকে শুরু হওয়া জাতীয় লকডাউন কমপক্ষে ১০ দিন স্থায়ী হবে এবং সেটা আরও ১০ দিন বাড়ানো হতে পারে। উল্লেখ্য, অস্ট্রিয়ার জনসংখ্যার প্রায় ৬৫% কে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে, যে হার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে নীচের দিকে।