ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যশোর শাখার নির্বাচন আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মলিক সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মধ্যখানে জুম্মার নামাজের বিরতি দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নড়ইল রোডস্থ বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর জেলা শাখার কার্যালয়ে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ১৫টি সদস্য পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- মোহাম্মদ আলী, শেখ ইয়াকুব আলী, মো. শামছুল আলম স্বপন, মো. সিরাজ খান মিন্টু, মো. মহম্মত আলী জুয়েল, মো. বাবুল আক্তার, মো. মিলন হোসেন, মো. মাহবুব আলম, সিরাজ আলী মোল্লা, মো. রফিকুল ইসলাম, মো. আলী আকবর বাবু, মো. আরব আলী ফকির, মো. জবেদ আলী, মো. কামরুজ্জামান, মো. রাজু আহম্মেদ, আশরাফুল ইসলাম বাবু, হারুন-অর-রশিদ, আব্দুল হামিদ, আইনুল হুদা, শেখ সেলিম, আব্দুল জলিল ও আলমগীর হোসেন বাবুল। নির্বাচনে ২৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।