চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি ছাত্র পরিষদের

0

লোকসমাজ ডেস্ক॥ সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি জানিয়েছে সর্বদলীয় ছাত্র পরিষদ। মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে এ দাবি জানানো হয়। গণসংযোগে বক্তারা বলেন, চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স বাড়ানো হবে এটা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার। এটা বাংলাদেশের ছাত্রসমাজের ন্যায্য অধিকার। গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাকডেট নামক প্রহসনমূলক বয়সছাড়ের প্রজ্ঞাপন জারি করা হয়, যা শিক্ষার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক। বক্তারা বলেন, প্রজ্ঞাপনে ২০২০ সালের ২৫ মার্চ থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২১ মাসের বয়সছাড় এরকম একটি চটকদার শিরোনামে সংবাদ প্রকাশ হলেও বস্তুত ১৭ মাস গত হয়েছিল। ব্যাকডেট প্রক্রিয়ায় যাদের বয়স ৩০ পার হয়েছে, তাদের চার মাসের জন্য কোনোরকম উপকার হলেও যাদের বসয় এখন ২৭, ২৮ বা ২৯ তারা চড়মভাবে বঞ্চিত ও বৈষম্যের স্বীকার হবেন এবং ৩০ ঊর্ধ্ব যারা, তারা ৩২ বছরের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে ৩০ এর নিচে যারা তারা প্রকৃতপক্ষে ২৮ বছরের সুযোগ পাচ্ছে, যা সংবিধান পরিপন্থী। বক্তারা আরও বলেন, ব্যাকডেট বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে শুধু সেই নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়মের আওতায় আসবে, যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি কোভিডকালীন হওয়ার কথা ছিল। কিন্তু এখনও সে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বিগত ১৭ মাসে যে অল্পকিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেগুলোর অধিকাংশগুলোতেই এই ব্যাকডেট পদ্ধতি না থাকায় আবার ৩০ বছর অতিক্রম করা চাকরিপ্রত্যাশীরা আবেদন করতে পারেননি। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে বক্তারা বলেন, আমরা লাখ লাখ ছাত্রসমাজ এই দাবি মন থেকে সমর্থন করি, কিন্তু রাজপথে এসে তা চাই না। অবিলম্বে দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।