সূচক যাই হোক, ৮০ শতাংশ হারে মিলবে মার্জিন ঋণ

0

লোকসমাজ ডেস্ক॥ সূচকের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা মার্জিন ঋণের নিয়ম বাতিল করে সব ক্ষেত্রে ১ অনুপাত ০.৮০ হারে মার্জিন ঋণের নতুন রেশিও নির্ধারণ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে এখন থেকে বিনিয়োগকারীরা ১০০ টাকা বিনিয়োগের বিপরীতে ৮০ টাকা মার্জিন ঋণ নিতে পারবেন। মূল্য আয় অনুপাত (পিই) ৪০ এর নিচে থাকা প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট কেনার ক্ষেত্রে এ মার্জিন ঋণ পাওয়া যাবে। পিই ৪০ এর ওপর থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা পাওয়া যাবে না। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি হয়েছে। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচকের সঙ্গে সমন্বয় করে মার্জিন ঋণের রেশিও নির্ধারণ করে বিএসইসি। এ ক্ষেত্রে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ হাজার পয়েন্টের নিচে থাকলে বিনিয়োগকারীরা নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ পেতেন ১ অনুপাত ০.৮০ হারে। এ হিসাবে বিনিয়োগকারীরা এক টাকা বিনিয়োগের বিপরীতে ৮০ পয়সা মার্জিন ঋণ নিতে পেতেন। আর ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্টের ওপরে থাকলে মার্জিন ঋণ রেশিও নির্ধারণ করা হয় ১ অনুপাত ০.৫০ হারে। নতুন নির্দেশনার মাধ্যমে মার্জিন ঋণের এ রেশিও বাতিল হয়েছে। এখন সূচক যাই হোক ১: ০.৮০ হারে মার্জিন ঋণ পাওয়া যাবে। এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সূচকের সঙ্গে মিলিয়ে মার্জিন ঋণের যে রেশিও নির্ধারণ হয়েছিল তা বাতিল হয়েছে। একইসঙ্গে ৪০ পিই পর্যন্ত মার্জিন ঋণের রেশিও নির্ধারণ হয়েছে ১ : ০.৮০ হারে। ফলে এখন সূচক যাই হোক, ১ : ০.৮০ হারে বা তহবিলের ৮০ শতাংশ হারে মার্জিন ঋণ পাবেন বিনিয়োগকারীরা। তবে পিই ৪০ এর ওপর থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো মার্জিন ঋণ মিলবে না।