চৌগাছায় গ্রামীণ ফোনের নতুন সেন্টারের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর)॥ গ্রামীণ ফোনের সেবা প্রতিটি গ্রাহক যাতে আরও সহজে পাই সে লক্ষে চৌগাছায় গ্রামীণ ফোনের নতুন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে বাজারস্থ্য হাসিব ইলেকট্রনিক্সের পাশে নতুন এই সেন্টারের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান। এ সময় পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, গ্রামীণ ফোনের খুলনা ও বরিশাল বিভাগীয় সমন্বয়কারী এএসএম হিদায়েতুল হক হেলাল, খুলনা বিভাগীয় প্রধান সালাউদ্দিন শাওন, মার্কেটিং প্রধান (খুলনা) গোলাম শরিফউদ্দিন, রিটেইল হেড খুলনা সোয়েব আনছার, রিটেইল চ্যানেল ম্যানেজার ফেরদৌসি, স্যোস্যাল ইসলামী ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক বনি আমিন, ইসলামী ব্যাংকর ব্যবস্থাপক আব্দুল আজিজ, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপক আশিক ইকবাল, গ্রামীণ ফোনের যশোর এরিয়া ম্যানেজার কাজী মেজবাহ উদ্দিন, টেরিটরি ম্যানেজার চৌগাছা নাইম উল হাসান, গ্রামীণ ফোনের ডিষ্টিবিউটার হাজী হাসিবুর রহমান হাসিব, সবুজ হোসেন, বিল্লাল হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।