তালায় রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতারণ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতারণ করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে কৃষি অফিস থেকে ১২টি ইউনিয়নের ১৫৫০জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার।

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রোমা প্রমুখ। উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতারণ করা হয়েছে। প্রতি কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ,২ কেজি ভূট্রা বীজ, ৮কেজি খেসারি বীজ, ২০ কেজি গম বীজ এবং ডিএপি সার, এমওপি সার বিনা মূল্যে দেয়া হয়েছে।