তালায় ওয়ার্কার্স পার্টির নেতার স্মরণসভা অনুষ্ঠিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় ওয়ার্কার্স পার্টি জালালপুর ইউনিয়ন শাখার সভাপতি সদ্যপ্রয়াত কমরেড সরদার বাহারুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে তালা উপজেলার আটুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ স্মরণসভায় সভাপতিত্ব করেন কমরেড সরদার মোকর আলী। এতে প্রধান অতিথি ছিলেন সাতীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। কমরেড অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্য মহিবুল্লাহ মোড়ল, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সাবীর হোসেন, জেলা কমিটির সদস্য কমরেড আ. জলিল মোড়ল, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিৎ দাস বাপ্পী প্রমুখ। উল্লেখ্য, ওয়ার্কার্স পার্টির তালা উপজেলার জালালপুর ইউনিয়ন শাখার সভাপতি কমরেড বাহারুল ইসলাম গত ৩০ জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।