ব্লক মার্কেটে পৌনে ৯০ কোটি টাকার লেনদেন

0

লোকসমাজ ডেস্ক॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে ১৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ প্রতিষ্ঠানগুলোর মোট ৮৯ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটার শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জিপিএইচ ইস্পাতের ১৮ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৩৮ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।
এছাড়া প্রভাতী ইন্স্যুরেন্সের ১২ কোটি ৩০ লাখ ৬৪ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের সাত কোটি ৯৯ লাখ ১৮ হাজার টাকা, এইচআর টেক্সটাইলের তিন কোটি ৯০ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের দুই কোটি ৬৮ লাখ ৭ হাজার টাকা এবং সেলভো কেমিক্যালের এক কোটি ৪৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাকি প্রতিষ্ঠানগুলোর এককভাবে এক কোটি টাকার কম লেনদেন হয়েছে। এর মধ্যে ডেল্টা লাইফের ৯০ লাখ ৪৫ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৮৪ লাখ ৬০ হাজার টাকা এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এককভাবে ২০ লাখ টাকার কম লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ১৯ লাখ ১৬ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫ লাখ ৯০ হাজার টাকা, শাহিনপুকুর সিরামিকের ১১ লাখ ৬৭ হাজার টাকা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ছয় লাখ ৯০ হাজার টাকা এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের ছয় লাখ টাকার লেনদেন হয়েছে।