চিংড়ি খামার মালিকদের ৭দফা দাবিতে স্মারকলিপি

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ রফতানিযোগ্য মৎস্য চিংড়ি ও মৎস্যপোনা উৎপাদনকারী খামার মালিকদের বঞ্চনা দূর করতে ৭ দফা দাবিতে জেলা প্রশাসক দপ্তরে স্মারকলিপি দেয়া হয়েছে। এছাড়া স্মারকলিপি দেয়া হয়েছে প্রধানমন্ত্রী, মৎস্যমন্ত্রী, ও মৎস্য সচিব বরাবর । রোববার সকালে স্মারকলিপি প্রদান করেন ফিসফার্ম অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) নেতৃবৃন্দ।
খুলনা,সাতক্ষীরা ও বাগেরহাট এলাকা ৮০’র দশকে এ চাষ শুরু হয়। যা গার্মেন্টসের পর রফতানিতে বিশেষ অবদান রাখছে। নানাবিধ কারণে এ খাতটি আজ প্রায় ধ্বংসের মুখোমুখি। খাতটি ধরে রাখতে ৭ দফা দাবিতে সরকারের সুদৃষ্টি কামনায় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়া হয়েছে।