মনিরামপুরে ইউপি নির্বাচন : নৌকার বিরুদ্ধে বিদ্রোহ সামাল দিতে ব্যর্থ হয়ে ১৭ বিদ্রোহীকে আ.লীগ থেকে বহিষ্কার

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার বিরুদ্ধে বিদ্রোহ সামাল দিতে ব্যর্থ হওয়ায় অবশেষে ১২ ইউপিতে ১৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে আজীবন(স্থায়ী)বহিষ্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্র মোতাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে শুক্রবার মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন ১৭ বিদ্রোহীকে বহিষ্কার করেন। সভাপতি ও সাধারন সম্পাদকের যৌথ স্বাক্ষরিত বহিষ্কারাদেশের অনুলিপি শুক্রবার সন্ধ্যার পর সাংবাদিকদের কাছে প্রেরন করা হয়।
বহিষ্কার করা ১৭ বিদ্রোহী প্রার্থীরা হলেন রোহিতা ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সহসভাপতি আবু আনছার সরদার, কাশিমনগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আশরাফুল আলম মিন্টু, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আয়ুব হোসেন গাজী, হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর কবির লিটন, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান এস এম আবদুল হক, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য স ম আলাউদ্দীন, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান আবদুল হামিদ সরদার, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আতাউর রহমান, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য প্রভাষ ঘোষ ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আদিত্য কুমার মন্ডল, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আনিচুর রহমান ও সদস্য মনোয়ার হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন জানান, নৌকার বিদ্রোহীদের অনেক চেষ্টা করা হয়েছে বুঝানোর। কিন্তু তারা দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নৌকার বিরুদ্ধে বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। ফলে দলের গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগের সুপারিশক্রমে ১৬ বিদ্রোহী প্রার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তবে এ ব্যাপারে প্রতিক্রীয়া ব্যক্ত করে ভোজগাতী ইউপির বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী আবদুর রাজ্জাক দৃঢ়তার সাথে বলেন, সদস্য পদ থেকে বহিষ্কার করেও আমার বিজয় ঠেকানো যাবেনা। একই কথা বলেন রোহিতার বিদ্রোহী প্রার্থী আনছার আলী সরদার। উল্লেখ্য ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে মনিরামপুরে ১৬ ইউপির মধ্যে ইতিমধ্যে শ্যামকুড় ইউপিতে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি এবং অপর দুই স্বতন্ত্র প্রার্থী আনছার আলী ও ডা:মনিরুজ্জামান বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত(প্রাথমিক) হয়েছেন। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাসুদ হোসেন।