নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাচ্ছে বিশ্ব

0

লোকসমাজ ডেস্ক॥ প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল নিউ জিল্যান্ড। আজ একই ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এই দুই দল এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার স্বাদ পায়নি। অস্ট্রেলিয়া ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। সেবার চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ১১ বছর পর তারা আবার ফাইনালে। এবার প্রথম নিউ জিল্যান্ড ফাইনালে উঠল। ফলে নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। কার হাতে উঠবে টি-টোয়েন্টি মহাযজ্ঞের শিরোপা? যার হাতেই উঠুক তাসমান পাড়ের দুই দেশের ক্রিকেট যুদ্ধ নিশ্চিত উপভোগ করবে কোটি ক্রিকেটপ্রেমি। রোববার দুবাইয়ে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচ দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। অস্ট্রেলিয়া টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে উঠল। পাকিস্তান সুপার টুয়েলভে কোনো ম্যাচে হারেনি। পাঁচ ম্যাচের পাঁচটিই জিতেছিল। আজও জয়ের পথেই ছিল তারা। কিন্তু ম্যাথু ওয়েডের শেষ ঝড়ে সব ওলটপালট।
নিউ জিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল এই পাকিস্তানের কাছেই। সেই হারের ধাক্কার পর ভারতকে হারিয়ে স্বরূপে ফেরে। স্কটল্যান্ড, নামিবিয়া ও আফগানিস্তানকে সহজেই হারিয়ে তারা উঠে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড কঠিন প্রতিদ্বন্দ্বীতা করলেও নিউ জিল্যান্ড নিজেদের শান্ত রেখে দারুণভাবে ম্যাচে জয় পায়। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড ধারাবাহিক সাফল্যে উঠেছে ফাইনালে। দুই দল এর আগে সবশেষ ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। সেবার অস্ট্রেলিয়া উড়িয়েছিল বিজয়ের পতাকা। এবার কি নিউ জিল্যান্ড বদলা নিতে পারবে? ফরম্যাটটা যদিও টি-টোয়েন্টি, শিরোপা তো শিরোপা-ই। ২০১৯ বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করেছিলেন কেন উইলিয়ামসেন। এ বছর তার হাতে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। এবার কি তাহলে টি-টোয়েন্টি শিরোপা পাবেন তিনি? প্রশ্নটা সময়ের কাছেই তোলা থাক।