গ্রেফতারের ভয়ে মিছিল ছেড়ে পালানো যাবে না: নুর

0

লোকসমাজ ডেস্ক॥ ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, ‘বর্তমান সরকার দুর্বৃত্তায়নের রাজনীতি করছে। এ অবস্থার পরিবর্তন আনতে রাজপথে নামতে হবে। রাজপথে বাধা আসলে পাল্টা জবাব দিতে হবে। গ্রেফতারের ভয়ে মিছিল ছেড়ে পালানো যাবে না।’ সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’ এ সভার আয়োজন করে।
আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচার নষ্ট করছে বলে অভিযোগ করে নুর বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের কারণে কোনো সামাজিক অনুষ্ঠানে গেলেও রাজনৈতিক ব্যক্তিদের লুকিয়ে যেতে হয়, না জানি সরকার এটা নিয়ে আবার কী বলতে শুরু করে। সরকারের এমন আচরণে রাজনৈতিক ব্যক্তিরা সামাজিকতা থেকে দূরে সরে যাচ্ছে। কোনো সামাজিক অনুষ্ঠানে গেলেও তারা সব সময় ভয়ে ভয়ে থাকেন।’ নুরুল হক নুর বলেন, ‘বর্তমানে অনেক প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, যারা ছাত্রজীবনে একই সংগঠন করতেন। এখন তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলে রয়েছেন। এরাও যখন কোনো সামাজিক অনুষ্ঠানে যান, তখন পারলে মুখটা লুকিয়ে রাখেন। কে কখন ছবি তুলে সেটা নিয়ে আবার কি না কী হয়ে যায় এ ভয়ে। আওয়ামী লীগ এ অবস্থাটা আজ রাজনীতিতে তৈরি করেছে।’ আলোচনা সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শাহেদা রফিক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।