সাতক্ষীরায় মারপিটের মামলার আসামিদের গ্রেফতারের দাবি

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার দেবহাটায় স্বামী পরিত্যাক্ত অসহায় নারীকে মারপিটের মামলার আসামিদের দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন, দেবহাটা উপজেলার কাম কাটিয়া গ্রামের মৃত মহাদেব মন্ডলের স্বামী পরিত্যাক্ত কন্যা নমিতা মন্ডল। লিখিত অভিযোগে নমিতা মন্ডল বলেন, স্বামী পরিত্যাক্ত হয়ে একমাত্র সন্তানকে নিয়ে তিনি একটি ছোট মৎস্য ঘের পরিচালনা করে অতিকষ্টে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু তুচ্ছ এক ঘটনায় একই এলাকার ধনঞ্জয় মন্ডলের পুত্র অভিষেক, মৃত সন্ন্যাসী মন্ডলের পুত্র ধনঞ্জয়, মৃত সন্ন্যাসীর স্ত্রী পদ্মাবতী, ধনঞ্জয়ের স্ত্রী জয়ন্তীসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে বেদম মারপিট করে। এ ঘটনায় নমিতা দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের প্রায় দেড় মাস অতিবাহিত হলেও আসামিরা আটক হয়নি। ফলে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে ও তার একমাত্র সন্তানকে খুন-জখমের হুমকি দিচ্ছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।