তালায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ

0

সেলিম হায়দার,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (০৩ নভেম্বর) সকাল ১১টায় শিল্পকলা একাডেমী হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম তারেক সুলতান সদস্যদের শপথ বাক্য পাঠ করান। উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৩৩ এবং সাধারণ সদস্য ৯৯ শপথ নেন। তালা উপজেলা প্রশাসন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি,পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা,তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ। এসময় তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু,সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুল হাই, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস, এম, আবুল কালাম আজাদ, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গনেশ দেবনাথ, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু,খলিষখালী ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন সহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা। এর আগে সোমবার (১ নভেম্বর) ১১ ইউপি চেয়ারম্যানরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর সাতক্ষীরা তালা উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।