কেশবপুরে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে এক এনজিও কর্মকর্তার বিরুদ্ধে গ্রাম উন্নয়ন সমবায় সমিতির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছে ওই সমিতির সহসভাপতি শেখ কামরুজ্জামান। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সড়কে অবস্থিত সুবিধা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কেশবপুরের বিভিন্ন এলাকার মানুষকে পণ্যঋণ দেওয়াসহ সঞ্চয়ের কাজ করে আসছে। দেড় বছর আগে এ সমিতিতে প্রতিষ্ঠানের শর্ত মেনে লোন অফিসার পদে যোগদান করেন উপজেলার সারুটিয়া গ্রামের মধু দাসের মেয়ে পার্বতী দাস। কাজ করা অবস্থায় তার দেওয়া বিভিন্ন সময়ের আর্থিক হিসেবে গরমিল ধরা পড়ায় প্রতিমাসের বেতনের টাকা থেকে শোধ করতে থাকেন। দেড় মাস আগে প্রতিষ্ঠানের কোনো হিসেব বুঝিয়ে না দিয়ে তিনি অন্যত্র চাকরিতে যোগ দেন। পরবর্তীতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এ পর্যন্ত কোনো সাড়া মেলেনি। অভিযোগের বিষয়ে পার্বতী দাস বলেন, ‘আমার কাছে ওই প্রতিষ্ঠানের কিছু দায়দেনা আছে। প্রতিষ্ঠান থেকে চলে আসার সময় কোনো ছাড়পত্র আনা হয়নি।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, এনজিও কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সমবায় কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে।