রাজনৈতিক দলে নারী নেতৃত্ব নিশ্চিতের দাবিতে আন্দোলন

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ সব রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবিতে এবার রাজপথে নেমেছে নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক। দাবি আদয়ের লক্ষ্যে আজ সোমবার (১ নভেম্বর) সারাদেশে উপজেলা পর্যায়ে উপজেলা নারী উন্নয়ন ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করবে। একই সাথে সরকারের কাছে উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা প্রশাসকের মাধ্যমে, নির্বাচন কমিশন বরাবরে স্থানীয় নির্বাচন অফিসের মাধ্যমে এবং রাজনৈতিক দলসমূহের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। গতকাল সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবির বালু মিলনায়তনে নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। সভাপতিত্ব করেন বাগেরহাটের কচুয়া উপজেলার চেয়ারম্যান নাজমা সরোয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন। ধারণাপত্র উপস্থাপন করেন ডুমুরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। অনুষ্ঠানটি উপস্থাপন করেন অপরাজিতা নেটওয়ার্ক সভাপতি ও ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি। ২০০৯ সালে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ) তে বলা হয়েছে রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। কোন রাজনৈতিক দল এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।