খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে স্ত্রী মরিয়ম বেগম (২৫) কে হত্যার পর পুড়িয়ে লাশ গুমের মামলায় ঘাতক স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বিচার শুরুর মাত্র ৯ কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা করেছেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ মো: মশিউর রহমান চৌধুরী। গতকাল রবিবার বেলা ১১টার দিকে মামলার আসামী রফিক শেখের বিরুদ্ধে রায় ঘোষণা হয়। আসামীকে দন্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড, ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। আসামী মোঃ রফিক শেখ (৩৬) রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত জাবেদ শেখের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিরনী থেকে জানা গেছে, ২০২০ সালের ১২ আগস্ট মরিয়ম বেগম নিখোঁজ হন। ১৫ আগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের জনৈক দিপক দাসের পান বরজের গর্ত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় আঘাত করে হত্যার পর লাশের পরিচয় গোপন করতে পেট্রোল আগুনে পুড়িয়ে ওই স্থানে ফেলে দেয়া হয়। সে ফকিরহাট উপজেলার মৃত আবু বকর শেখের কন্যা। এঘটনায় ১৬ আগস্ট নিহতের মা জালিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন (নং ০৭)। আসামী রফিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাবুদ্দিন গাজী ৩১ ডিসেম্বর রফিক শেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৫জন স্বাক্ষীর মধ্যে ১৩জনের স্বাক্ষ্য গ্রহনের মাধ্যমে আসামি দোষী সাব্যস্ত হয়।