শৈশবে ফিরলেন মিমি চক্রবর্তী

0

লোকসমাজ ডেস্ক॥ মিমি চক্রবর্তী ব্যস্ত অভিনেত্রী, পাশাপাশি ভারতের যাদবপুরের সংসদ সদস্যও তিনি। তার কাঁধে অনেক দায়িত্ব। কিন্তু মিমির মন বলছে ‘মনতো এখনো সবুজ’। মিমি চক্রবর্তীর বেড়ে ওঠা অরুণাচল প্রদেশে ও উত্তরবঙ্গে। স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে প্রকৃতির মাঝেই কেটেছেন তার ছেলেবেলা। তাই হঠাৎই কাজের ফাঁকে ফেলে আসা শৈশবে ফিরে গেলেন মিমি চক্রবর্তী। এবার একেবারে গাছ থেকে আমলকী পাড়তে দেখা গেল যাদবপুরের সংসদ সদস্যকে। আমলকী পেয়ে বেজায় খুশি মিমি চক্রবর্তী।
এই মুহূর্তে মিমির হাতে একাধিক ছবির কাজ। মিমির ছবি ‘বাজি’ মুক্তি পেয়েছে।