টেলিছবিতে মৌ

0

লোকসমাজ ডেস্ক॥মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। দর্শকপ্রিয় এই তারকা মডেলিং ও নাচে বেশ সরব থাকলেও নাটকে ততটা সরব নন। তবে বিশেষ নাটকে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারো অনেকদিন পর একটি টেলিছবি হাতে নিয়েছেন তিনি। বর্তমানে এই নাটকের শুটিং করছেন। ইফফাত আরেফিন মাহমুদের রচনায় নতুন এই টেলিছবিটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। নাম ‘স্বাতী নক্ষত্রের আলোয়’। মৌ ছাড়াও এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শবনম ফারিয়া ও সামিয়া মহসিন।