এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকা : কোচিং সেন্টার ৮ থেকে ২৫ নভেম্বর বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥ এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, সব পরীক্ষা না হওয়ায় এসএসসি পরীক্ষা নেওয়ার খরচ কমেছে। পরীক্ষার ফি বাবদ নেওয়া অর্থের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে মোট ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। শিক্ষার্থী বৃদ্ধির হার ৮.৭৬ শতাংশ। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং মোট কেন্দ্র বেড়েছে ১৬৭টি।
তিনি বলেন, সারাদেশে মোট ১৮ লাখ ৯৯৮ জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে। দেশের বাইরে ৯টি কেন্দ্রে ৪২৯ জন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সবগুলো বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২১ নভেম্বর এবং কারিগরী শিক্ষা বোর্ডের ২১ নভেম্বর। বিভাগভিত্তিক পরীক্ষার সময় ভিন্ন হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন চলছে। এ কার্যক্রম সম্পন্ন হলেই টিকা প্রদান শুরু হবে। বিএসএমএমইউ উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর কাজী শহিদুল¬াহ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।