যশোরে যুব সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত: আওয়ামীলীগ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে সংখ্যালঘুদের নিয়ে নতুন খেলায় মেতে উঠেছে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যুবসমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে সংখ্যালঘুদের নিয়ে নতুন খেলায় মেতে উঠেছে। তারাই সংখ্যালঘুদের বাড়ি, ঘর, মন্দির, মন্দির ভাংচুর ও তাদের লোকজনের ওপর অত্যাচার নির্যাতন করছে। কিন্তু এর দায় চাপাচ্ছে প্রতিপক্ষ রাজনৈতিক দলের ওপর। সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা অতীতের ন্যায় সংখ্যালঘু ভাইবোনদের নিরাপত্তা নিশ্চিত করবো।
গতকাল বুধবার জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণ ও সংখ্যালঘুদের, নিরাপত্তা দিতে পারে না। যখন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর নির্যাতন নিপীড়ন চলে তখন তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের খুঁজে পাওয়া যায়, বিএনপির কর্মসূচিতে তারা যাতে জনগণের পক্ষে কথা বলতে না পারে সে জন্য পুলিশ বিএনপির সকল কর্মসূচি নস্যাৎ করতে ব্যস্ত হয়ে পড়ে। আজ পুলিশ প্রতি পদে পদে সমাবেশে আসতে বাধা দিয়েছে। অথচ যুবলীগ তাদের পাহারায় পৃথক সমাবেশ করেছে। সেখানে তাদের কোন বাধা নেই। তিনি বলেন, আওয়ামী সরকারের আমলে অতীতেও সংখ্যালঘুরা নিরাপদ ছিল না। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। যার ঘোষণায় ও নেতৃত্ব বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম ভূখন্ড সৃষ্টি হয়। তিনি কোন ধর্ম কিংবা সমতল অসমতল দেখে দেশ গড়েননি। রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করেছিলেন। অতীত যেভাবে যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হেসেন খোকন, প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বিশেষ বক্তার হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ভুইয়া। যুব সমাবেশে জেলা যুবদলের সহসভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, নগরের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদরের আহ্বায়ক ইদ্রিস আলী প্রমুখ।