যশোরে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ চারুবালা করকে প্রথমবারের মতো স্মরণ

0

স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধে যশোর জেলার প্রথম শহীদ চারুবালা করের স্মরণ দিবস পালিত হয়েছে প্রথমবারের মতো। গতকাল বুধবার তির্যক যশোরের আয়োজনে পৌর উদ্যানে অনুষ্ঠিত স্মরণ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর মহাসচিব, সাহিত্যিক সাংবাদিক হারুন হাবিব। তিনি চারুবালা করকে মুক্তিযুদ্ধের শক্তি ও প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মকে তাকে জানতে হবে। সেদিন কি নির্মমভাবে পাক হানাদার বাহিনীর বুলেটের প্রাণ দিয়েছিলেন সেটি জানতে হবে। সেদিন বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে মায়ের আঁচল ছেড়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন, সেই স্বপ্ন পূরণে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। যেন কোন সাম্প্রদায়িক শক্তি তারে সেই স্বপ্নকে ধ্বংস করতে না পারে। স্মরণ দিবসে তির্যক যশোরের সহসভাপতি আনিসুজ্জামান পিন্টুর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম, আলী হোসেন মনি, একেএম খয়রাত হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন প্রমুখ। এর আগে তির্যক যশোরের শিল্পীরা চারুবালা করের স্মরণে জাতীয় ও দেশত্বাবোধক সংগীত পরিবেশন করেন।