ঝিকরগাছায় প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার হাজিরবাগ গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত রোস্তম আলী জানান, প্রতিবেশী আমির আলীর সাথে ১৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। গতকাল বেলা ৩টায় সামান্য বাকবিতন্ডা হয়। এর জের ধরে আমির আলী তার অনুসারী হাবিবুর রহমান, আল-আমিনসহ অন্যদের নিয়ে তাদের পরিবারের উপর হামলা চালায়। তারা শাবল দিয়ে পিটিয়ে রোস্তম আলী (৪৯), স্ত্রী শাকিলা খাতুন, মা ফাতেমা বেগম (৬৫), ভাইয়ের স্ত্রী আকলিমা খাতুন (৩৫) ও প্রতিবেশী আব্দুর রাজ্জাক (৩৪)কে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফাতেমা বেগম ছাড়া বাকিদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।