সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাঁড়িয়াবাঁধা খেলা অনুষ্ঠিত, ঝাপাঘাট বিজয়ী

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ ব্যাপক উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহী ৮দলীয় দাঁড়িয়াবাঁধা (গাদন) খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ দলীয় ওই খেলায় হাজার হাজার দর্শক উপস্থিতি ছিলেন। বালিয়াডাঙ্গা যুব কমিটি আয়োজিত ওই খেলায় ফাইনালে কলারোয়া উপজেলার ঝাপাঘাট দল সাতক্ষীরা সদর উপজেলার নীলিখালী দলকে ১-০ গাদনে পরাজিত করে।
টুর্নামেন্টটে নীলিখালী, কাশেমপুর, ঝাপাঘাট, বালিথা দক্ষিণপাড়া, বালিথা সরদারপাড়া, মেল্লেকপাড়া, তলুইগাছা ও জোড়দিয়া দল অংশ গ্রহণ করে। সাংবাদিক শহিদুল ইসলামের দক্ষ পরিচালনায় ৮ টি দলের দুটি গ্রুপে জোর প্রতিযোগিতা হয়। খেলা শেষে সাতক্ষীরা রং তুলি আর্টের সত্ত্বাধিকারী মোঃ মহিবুল্লা এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশন সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১০ নং আগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান মজনুর রহমান মালী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো: শহিদুল ইসলাম সাংবাদিক হাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, আগরদাঁড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর মো: সামছুর রহমান, সাংবাদিক মোতাহার নেওয়াজ মিনাল, জাহাঙ্গীর হোসেন, ১০ নং আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, হাবিবুর রহমান (ছোট খোকন) প্রমূখ। অনুষ্ঠানে বিজয়ী ঝাপাঘাট দলের হাতে প্রথম পুরুষ্কার ২৪ ইঞ্চি এলইডি কালার টেলিভিশন তুলে দেয়া হয়। রানার্সআপ দলের হাতে একটি ছাগল দেওয়া হয়। খেলায় সর্বোচ্চ গাদনদাতা নীলিখালী দলের খেলোয়ার আল আমিনকে বিশেষ পুরস্কার দেয়া হয়।