খুবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭ শতাংশ

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত পরীক্ষায় এ কেন্দ্রের এক হাজার ৬০০ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন এক হাজার ৩৯২ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৮৭ শতাংশ। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুবি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম বলেন, আজ খুবি উপকেন্দ্রে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ছিল এক হাজার ৬০০। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৭ শতাংশ পরীক্ষার্থী।
যশোর থেকে আসা এক পরীক্ষার্থীর অভিভাবক মো. আব্দুস সালাম বলেন, ছেলেকে নিয়ে এসেছি। আসার পথে কোনো সমস্যা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিস্থিতি সু্ন্দর মনে হয়েছে। মাগুরা থেকে আসা উজ্জ্বল হোসেন নামে এক পরীক্ষার্থী বলেন, আজ পরীক্ষার সার্বিক পরিস্থিতি অনেক সুন্দর ছিল। এছাড়া আজ ‘গ’ ইউনিটের প্রশ্ন তুলনামূলক সহজ ছিল। শনিবার (২৩ অক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা খুবি ক্যাম্পাস ছাড়াও শহরে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।