চৌগাছায় মানবপাচার প্রতিরোধে করনীয় বিষয়ক মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় মানব পাচার প্রতিরোধে করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ব্র্যাকের আয়োজনে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন এর সহযোগিতায় চৌগাছায় ব্র্যাকের নিজস্ব কার্যালয়ের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব চৌগাছার সভাপতি আলমগীর মতিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক শামীম রেজা, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হযরত আলী, কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম, সরকারি কলেজ মসজিদের ইমাম ওবাইদুল ইসলাম, এনজিও কর্মী রাশিদা বেগম প্রমুখ। এ সময় ব্র্যাকের জেলা প্রোগ্রাম অর্গানাইজার রবিউল ইসলাম, ব্র্যাকের কেশবপুরের মানবাধিকার ও আইন সহায়তা সমন্বয়কারী আকরাম হোসেন চৌগাছার সমন্বয়কারী সালাহ উদ্দীন শিক্ষক প্রতিনিধি প্রভাষক সেলিম রেজা, মাওলানা ইয়াসিন আরাফাত, কাজী রুহুল কুদ্দুস, মোজাহার ইসলাম, এনজিও কর্মী মশিয়ার রহমান, মেহেদী হাসান, রিনা পারভীন, সমাজ সেবী মরিয়ম বেগম, রিনা খাতুন, বিনা খাতুন ও শারমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের যশোরের সাইকো স্যোসাল কাউন্সিলর নাইমা ইসলাম অন্তরা।