আন্তর্জাতিক নংবাদ

0

কাশ্মীরে আরও ৪ ভারতীয় সেনার মরদেহ উদ্ধার
লোকসমাজ ডেস্ক॥ জম্মু-কাশ্মীরের পুঞ্চে আরও এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)সহ চার ভারতীয় সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে কাশ্মীরে গত ছয় দিনে স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে দুই জেসিও-সহ নয় ভারতীয় সেনা নিহত হলেন। জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে একক একটি গোলাগুলির ঘটনায় সবচেয়ে বেশি ভারতীয় সেনা নিহত হন। আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার ‘জঙ্গিদের সঙ্গে’ লড়াইয়ে নিখোঁজ হওয়া দুই সেনাসহ চার সেনার মরদেহ উদ্ধার করা হয় শনিবার। এর মধ্যে রয়েছেন এক জেসিও। পুঞ্চের জঙ্গলে লুকিয়ে থাকা স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে প্রথমে নিহত হন জেসিও যশবেন্দ্র সিংহসহ পাঁচ সেনা। এর পরেই পুঞ্চ-রাজৌরির বিস্তীর্ণ এলাকা ঘিরে তল¬াশি শুরু করে সেনা। বৃহস্পতিবার ফের সংঘর্ষে নিহত হন দুই সেনা- যোগাম্বর সিংহ ও বিক্রম সিংহ নেগী। ওই দিনই বাহিনীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সুবেদার অজয় সিংহ এবং নায়েক হরেন্দ্র সিংহের। শনিবার যোগাম্বর, বিক্রম, অজয় ও হরেন্দ্রের মরদেহ উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী। এদিকে পুলওয়ামায় সংঘর্ষে দুই লস্কর জঙ্গি নিহত হয়েছেন। তাদের মধ্যে লস্কর কমান্ডার উমর মুশতাক খান্ডের বিরুদ্ধে জম্মু-কাশ্মীর পুলিশের কর্মীদের হত্যার অভিযোগ রয়েছে। অন্যদিকে শ্রীনগরের বিমানঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (এনএসজি) এর কমান্ডোদের মোতায়েন করা হয়েছে।

মহাকাশে প্রথম সিনেমার শুটিং সফলভাবে সম্পন্ন
লোকসমাজ ডেস্ক॥ রাশিয়ান অভিনেত্রী জুলিয়া পেরেসিল্ড এবং পরিচালক ক্লিম শিপেনকো মহাকাশে ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ একটি সিনেমার শুটিং সফলভাবে সম্পন্ন করার পর পৃথিবীতে ফিরে এসেছেন। মহাকাশে ১২ দিন কাটিয়ে রবিবার সকালে তারা পৃথিবীতে ফিরে আসেন। রাশিয়ান মহাকাশ সংস্থার সরাসরি সম্প্রচারিত ফুটেজ অনুসারে, জুলিয়া পেরেসিল্ড এবং ক্লিম শিপেনকো সকাল সাড়ে দশটার দিকে কাজাখস্তানে অবতরণ করেন। গত ৫ অক্টোবর (মঙ্গলবার) কাজাখস্তানের বাইকনুর নভোযান উড্ডয়ন কেন্দ্র থেকে ইউলিয়া পেরেসিল্ড এবং ক্লিম শিপেনকোকে নিয়ে রওনা দেয় রাশিয়ার সয়ুজ এমএস-১৮ মহাকাশযান। ৬ অক্টোবর (বুধবার) দুপুরের মধ্যেই তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যান। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছিল, হলিউডের একটি চলচ্চিত্রের শুটিং করতে করতে স্পেসএক্সের রকেটে চড়ে মহাকাশে যাবেন অভিনেতা টম ক্রুজ। কিন্তু টম ক্রুজের সেই ছবির নাম ঠিক হওয়ার আগেই ‘দ্য চ্যালেঞ্জ’ নামের একটি ছবির শুটিং করতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চলে যান রাশিয়ার অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড এবং পরিচালক ক্লিম শিপেনকো। সেই শুটিং সফলভাবে সম্পন্ন করে তারা ফিরেও এলেন। মহাকাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার প্রতিযোগিতা চলছে সেই ‘স্নায়ুযুদ্ধের’ সময় থেকে। দুই দেশেরই বড় কিছু অর্জন রয়েছে। মহাকাশে প্রথম স্যাটেলাইট এবং প্রথম মানুষ পাঠিয়েছিল রাশিয়া। তবে চাঁদে প্রথম সফল অভিযানটা চালায় যুক্তরাষ্ট্র। চাঁদে প্রথম পা রাখা মানুষের নাম তাই নিল আর্মস্ট্রং। এবার মহাকাশে শুটিং করা প্রথম অভিনয় শিল্পী হতে চলেছেন রাশিয়ান অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড। ছবিতে এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেন ইউলিয়া, যাকে একজন নভোচারীর প্রাণ বাঁচাতে মহাকাশ স্টেশনে যেতে হয়।

যুক্তরাষ্ট্রে ট্রেনে প্রকাশ্যে ধর্ষণ, চুপচাপ দেখল অন্য যাত্রীরা!
লোকসমাজ ডেস্ক॥ মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার শহরতলীতে একটি যাত্রীবাহী ট্রেনে এক নারীকে প্রকাশ্যে সবার সামনেই ধর্ষণ করা হয়েছে। এ সময় ট্রেনে উপস্থিত অন্য যাত্রীরা কিছুই না করে শুধু চুপচাপ বসে ছিল এবং ধর্ষণের ঘটনা দেখছিল। এক পুলিশ কর্মকর্তা বলেন, তাদের ‘কিছু করা উচিত ছিল’। আপার ডার্বি পুলিশ বিভাগের সুপারিনটেনডেন্ট টিমোথি বার্নহার্ড বলেন, মার্কেট-ফ্রাঙ্কফোর্ড লাইনে পশ্চিম দিকে যাত্রা করা একটি ট্রেনে এক নারীর ওপর হামলার পর পুলিশ অফিসারদের বুধবার রাত দশটার দিকে ৬৯ তম স্ট্রিট টার্মিনালে ডাকা হয়েছিল। বার্নহার্ড বলেন, দক্ষিণ-পূর্ব পেনসিলভানিয়া পরিবহন কর্তৃপক্ষের (সেপটা) একজন কর্মী, যিনি ট্রেনটি অতিক্রম করার সময় আশে পাশে ছিলেন, তিনি পুলিশকে ফোন করে জানিয়েছিলেন যে ট্রেনে থাকা একজন নারীর সঙ্গে খারাপ কিছু ঘটেছে। পরবর্তী স্টপেজে অপেক্ষায় থাকা সেপটা পুলিশ ওই নারীকে খুঁজে পায় এবং ধর্ষক ফিস্টন এনগয়কে গ্রেফতার করে। ওই নারীকে উদ্ধারের পর পুলিশ হাসপাতালে নিয়ে যায়। বার্নহার্ড বলছিলেন, ‘সেখানে অনেক লোক ছিল। আমার মতে তাদের হস্তক্ষেপ করা উচিত ছিল; কারও কিছু করা উচিত ছিল’। এ ঘটনা থেকে আমাদের সমাজ কোথায় আছে তা বোঝা যায়; আমি বলতে চাচ্ছি, পৃথিবীর কোন দেশে কে প্রকাশ্যে এমন কিছু ঘটতে দেবে? তাই এটা উদ্বেগজনক’। তিনি বলেন, এটা বিরক্তিকর। ‘আমি হতবাক, আমি বাকরুদ্ধ। যাত্রীরা নিজের চোখ দিয়ে যা দেখছে তা আমি কল্পনাও করতে পারছি না এবং তারা এই নারীর ওপর কী চলছে তা দেখেও কেউ এগিয়ে এসে তাকে সাহায্য করল না’।