খেলার খবর

0

নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম শিরোপা
স্পোর্টস ডেস্ক॥ নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অষ্টম শিরোপা ঘরে তুলল ভারত।শনিবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে জয় তুলে নেল ভারত। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুই মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ৪৯তম মিনিটে হেডে দলকে এগিয়ে নেন তারকা ফরোয়ার্ড সুনিল ছেত্রি। আসরে এটি তার পঞ্চম গোল। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার গোল হলো ৮০টি। পরের মিনিটেই দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন সুরেশ সিং। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে গোলের দিকে না তাকিয়েই প্রথম ছোঁয়ায় দুর্দান্ত কোনাকুনি শটে গোলটি করেন তিনি। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটি চমৎকার গোলে শিরোপা নিশ্চিত করেন সাহাল আব্দুল সামাদ। গতবার মালদ্বীপের কাছে হেরে রানার্স হয়েছিল ভারত। এবার নেপালকে হারিয়ে খেতাব পুনরুদ্ধার করলেন সুনিল ছেত্রিরা। নেপাল এবারই প্রথম সাফের ফাইনালে পা রেখেছিল। এর আগে ভারত সাফ চ্যাম্পিয়ন হয় ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে। রানার্স হয় ১৯৯৫, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে।

দেশে ফিরেও বাজে রেফারিং ভুলতে পারছে না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক॥ অনেক আশা নিয়ে মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করে স্বপ্ন ভঙ্গ হয়েছে জামালদের। মূলত উজবেকিস্তান রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তেই এলোমেলো হয়ে যায় সব কিছু। তাই ফাইনালে খেলতে না পারার দুঃখ নিয়ে রবিবার বিকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। অবশ্য দেশে ফিরেও বাজে রেফারিংয়ের কথা ভুলতে পারছে না জামাল-তপুরা। স্বপ্ন ভঙ্গের বেদনায় সবাই বিমর্ষ। প্রত্যাশা অনুযায়ী কাক্সিক্ষত সাফল্য না পাওয়াতে কষ্টটা আরও বেশি পাচ্ছে সবার। অধিনায়ক জামাল ভূঁইয়া দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দলের সবারই মন খারাপ। আমরা নেপালের বিপক্ষে শেষ ৫ মিনিটে গোল হজম করেছি। এছাড়া আমাদের পারফরম্যান্স ভালো ছিল। সুযোগ ছিল ফাইনালে খেলার। তা হলো না, দুর্ভাগ্যবশত রেফারি বাজে পেনাল্টি দিয়েছে।’
নেপালের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় তেকাঠির নিচে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ আশরাফুল ইসলাম রানা। পেনাল্টির পর অঞ্চন বিষ্টার স্পট কিক তিনি রুখে দিতে চেষ্টা করেছিলেন। কিন্তু বলের দিকে ঝাঁপ দিলেও গতির কারণে গোল থেকে দলকে রক্ষা করতে পারেননি। বিমানবন্দর থেকে যাওয়ার সময় সেই ম্যাচ নিয়ে রানা বলেছেন, ‘পেনাল্টি থেকে ৫০-৫০ সুযোগ থাকে। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। প্রত্যাশা ছিল ফাইনালে খেলার, পূরণ হয়নি। নেপালও চাইছিল ড্র করতে। আমরা এগিয়ে থেকেও পারিনি, দুঃখজনক। রেফারির বাজে সিদ্ধান্তের কারণে আমরা হেরেছি।’

ভারতের আইএসএল থেকে ডাক পেলেন তপু বর্মণ
স্পোর্টস ডেস্ক॥ বাংলাদেশের রক্ষণে আস্থার প্রতীক তপু বর্মণ। মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গোলও করেছেন ২৬ বছর বয়সী তারকা। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হয়েছে। ভারতীয় ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল নর্থইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলার আমন্ত্রণ এসেছে। আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে ভারতের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল লিগটি। মালদ্বীপে এএফসি কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে তপুর পারফরম্যান্স ছিল দেখার মতো। তা দেখেই মূলত তপুকে পছন্দ করেছেন নর্থইস্ট ক্লাবের কোচ খালিদ জামিল। এ প্রসঙ্গে তপু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রস্তাব পেয়েছি সরাসরি কোচের কাছ থেকে। প্রস্তাবটা আকর্ষণীয়। (নর্থইস্ট) কোচ বলেছেন, বাংলাদেশে খেলে যা পাই তার চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হবে। আমি তাকে বলেছি, আমি বসুন্ধরা কিংসের সঙ্গে মৌখিকভাবে চুক্তিবদ্ধ। তিনি সময় নিয়ে চিন্তা করে জানাতে বলেছেন।’ সঙ্গে যোগ করেছেন, ‘এছাড়া বসুন্ধরা কিংসের সঙ্গেও প্রথমে আমার কথা বলতে হবে। কারণ আমি তাদের কথা দিয়েছি, আগামী মৌসুম তাদের হয়ে খেলবো।’