যশোরে ব্যবসায়ীকে ছুরি মেরে লক্ষাধিক টাকা ছিনতাই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের কারবালা সড়কে দুর্ধর্ষ ছিনতাই হয়েছে। নজরুল ইসলাম বাপ্পী (৩২) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দৃর্বৃত্তরা তার লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহ মেহেদী হাসান নামে একজনকে আটক করেছে। জহুরুল ইসলাম বাপ্পী সদর উপজেলার সুজলপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
জহুরুল ইসলাম জানিয়েছেন, তার একাধিক ব্যবসা আছে। কালেকশন শেষে শহরের চৌরাস্তার মোড়ে ব্যাংকে টাকা জমা দিয়ে তিনি রিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সাথে ছিল তার স্ত্রী আসমা। কারবালা আদ্ব্-দীন হাসপাতালের কাছে পৌঁছুলে মেহেদীসহ ২ জন রিকশার গতিরোধ করে এবং জহুরুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন জহুরুল ইসলামকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করে এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। মেহেদী হাসান আরবপুর এসপি বাংলো রোড়ের জালাল উদ্দিনের পুত্র। মেহেদী হাসান এর আগে জহুরুল ইসলামের সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে। পরে জহুরুল দ্বিতীয় স্ত্রী হিসেবে আসমাকে বিয়ে করে।