ফেসবুকে যেভাবে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করবেন

    0

    লোকসমাজ ডেস্ক॥ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সুরক্ষিত রাখে পাসওয়ার্ড। তবে এসব সেবায় বাড়তি সুরক্ষা পেতে ব্যবহার করা যায় টু ফ্যাক্টর অথেনটিকেশন। এটিকে সহজে টু-স্টেপ ভেরিফিকেশনও বলা হয়। এতে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকিও অনেক কমে যায়।
    এই ফিচার ব্যবহার করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-
    মোবাইলে যেভাবে করবেন-
    ১. প্রথমেই নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করুন।
    ২. সেটিংস অপশনে যান।
    ৩. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করুন।
    ৪. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে আপনি চেঞ্জ পাসওয়ার্ড এবং লগ ইন উইথ ইওর প্রোফাইল পিকচার অপশন দেখতে পাবেন। তার নিচেই আছে টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন।
    ৫. এবার টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশনে ক্লিক করুন।
    ৬. ‘সিলেক্ট আ সিকিউরিটি মেথড’-এর নিচে ‘টেক্সট মেসেজ (এসএমএস)’ সিলেক্ট করুন।
    ৭. ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর দিয়ে সিলেক্ট করুন ‘কন্টিনিউ’।
    ৮. ছয় অঙ্কের একটি কোড আপনার মোবাইল ফোন নম্বরে পাঠানো হলে সেটি টেক্সট বক্সে লিখুন এবং তারপর ‘কন্টিনিউ’ সিলেক্ট করুন।
    ৯. এভাবেই আপনার মোবাইল ফোনে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু হয়ে যাবে।
    ব্রাউজারে যেভাবে করবেন-
    ১. ‘সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংসে’ যান
    ২. স্ক্রল করে নিচে নেমে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সিলেক্ট করে সেটাপ করুন
    ৩. সিকিউরিটি মেথড বাছাই করুন এবং কম্পিউটারের স্ক্রিনের নির্দেশনা মোতাবেক ভেরিফিকেশন করুন ফেসবুক অ্যাকাউন্ট।