কঙ্গোতে নৌকাডুবি, শতাধিক মৃত্যুর আশঙ্কা

0

লোকসমাজ ডেস্ক॥ কঙ্গোতে নৌকা ডুবে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ এই শঙ্কা প্রকাশ করেছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ মোঙ্গালার গভর্নর নেস্টর মাগবাদো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত সোম থেকে মঙ্গলবারের মধ্যে কঙ্গো নদীতে নৌকাটি ডুবে যায়। এ পর্যন্ত ৫১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৬৯ জন। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত আছে। তবে জীবিত কাউকে উদ্ধারের আশা খুবই কম। তিনি জানান, ৯টি ঐতিহ্যবাহী কাঠের ক্যানো একসঙ্গে যুক্ত করে নৌযানটি তৈরি করা হয়েছিল। এটি পিরোগাস নামে পরিচিত। অতিরিক্ত যাত্রী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার পর্যন্ত নৌ দুর্ঘটনার মাত্রাটি সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট ছিল না। শনিবার প্রাদেশিক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।